reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুলাই, ২০১৭

এবার ২ জঙ্গির সাজা কমল হাইকোর্টে

এবার আলোচিত ২ জঙ্গির সাজা কমল উচ্চ আদালতে। তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় দেশব্যাপী বোমা হামলার ঘটনায় কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীর ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন করেছে হাইকোর্ট। এই ২ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করে। আদালতে আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারসহ সারাদেশে একযোগে বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীকে মৃত্যুদন্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারে একযোগে একই সময়ে বোমা হামলা হয়। ওই দিন সদর (পালং) থানার উপ-পরিদর্শক বদরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন তদন্ত শেষে শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের মৃত রাজ্জাক ভূইয়ার পুত্র কামরুজ্জামান ওরফে স্বপন, ডামুড্যা উপজেলার মালগাঁও গ্রামের মৃত মজিদ বেপারীর পুত্র মালেক বেপারী ওরফে মালেক জেহাদীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০০৬ সালের ২ জানুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। একই বছর ১৮ জানুয়ারি মামলার চার্জ গঠন করা হয়। এ মামলায় ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২ আসামির মৃত্যুদন্ড দেয় আদালত। আসামি শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্য মামলায় মৃত্যুদন্ডাদেশ কার্যকর করায় এই মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্ট,২ জঙ্গির সাজা কমল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist