reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুলাই, ২০১৭

বিচারপতি আনোয়ারুল হক আর নেই

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক বিচারপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শোক প্রকাশ করেছেন।

১৯৫৬ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিচারপতি আনোয়ারুল হকের জন্ম। ১৯৮১ সালে ১ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জাজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০১০ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এবং ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিচারপতি,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist