মাহবুব চান্দু, মেহেরপুর

  ২৭ এপ্রিল, ২০১৭

বাকি হত্যা মামলায় ১ জনের ফাঁসি

মেহেরপুরের কাজিপুর ইউপি চেয়ারম্যান আবদুল বাকি হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় অপর এক ধারায় রওশন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি কাজী শহীদুল ইসলাম এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী রওশন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নায়েব আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ এপ্রিল রওশন ও তার সঙ্গীরা কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজ সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করে। এব্যাপারে নিহতের ভাই সাজ্জাদুল স্বপন গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর জিআর ৭০/৯৯ তাং ১৩/০৪/১৯৯৯ ইং। মামলায় ১৬ জনকে আসামী করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানার ওসি ইউসুফ আলী তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। অপর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হত্যা,মামলা,ফাঁসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist