reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৭

মেয়েকে নকল সরবরাহ করার দায়ে বাবার কারাদণ্ড

পরীক্ষায় মেয়েকে নকল সরবরাহ করার অপরাধে এক সরকারি কর্মচারী বাবাকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার ধামরাইয়ের কালামপুর ভালুম আতাউর খান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

দণ্ড পাওয়া ওই সরকারি কর্মচারীর নাম মো. আনোয়ার হোসেন (৩৮)। তিনি উপজেলার চরসঙ্গুর গ্রামের লুত্ফর রহমানে ছেলে। তিনি রোয়াইল কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন বলে জানা গেছে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানায়, বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে কেন্দ্রে ঢুকে আনোয়ার হোসেন তার মেয়েকে নকল সরবরাহ করেন। এসময় নলকসহ তাকে হাতে-নাতে আটক করে কর্তব্যরত পুলিশ।

পরে আনোয়ার হোসেনকে নকল সরবরাহ করার অপরাধে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারি শুক্রবার বাদ জু'মা দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

তাসলিমা মোস্তারি বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভেতর ঢুকে নকল সরবরাহ করায় তাকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের-১৯৮০ এর ৯ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেয়ে,নকল সরবরাহ,বাবা,কারাদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist