reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রামক ব্যাধির তালিকায়

উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রাণঘাতী করোনাভাইরাসকে সংক্রামক ব্যাধির তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত ১৯ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ২৩ মার্চ আদেশটি গেজেট আকারে প্রকাশিত হয়।

‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮’-এর ধারা ৪(ভ)-এ উল্লেখিত ক্ষমতাবলে সরকার করোনাভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গেজেটে গত ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তারিখ ধরা হয়েছে। এর আগে ১৮ মার্চ করোনাভাইরাসকে (কোভিড-১৯) ‘সংক্রামক রোগ’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে মৌখিকভাবে নির্দেশ দেন হাইকোর্ট।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,সংক্রামক ব্যাধি,গেজেট প্রকাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close