reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

কুষ্টিয়ার দৌলতপুরে মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জুয়েল সরকার রানা (২৮) উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের ছেলে। রায় ঘোষণার সময় জুয়েল আদালতের কাঠগড়ায় ছিলেন।

ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আংদিয়া গ্রামের আজিজুল সরকারের স্ত্রী বানেরা খাতুন খুন হন। তাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আজিজুল তার ছেলে জুয়েল সরকার রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ওই বছরই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জুয়েলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে বলে জানান পিপি অনুপ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুপিয়ে হত্যা,কুষ্টিয়া,ফাঁসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close