reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০২০

গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তিন মাসের মধ্যে পাওনা আরো এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালত বলেন, বিদেশে কোম্পানিগুলো দেশে ব্যাবসা করতে চাইলে আইন মেনেই করতে হবে।

এর আগে তিন মাসের মধ্যে গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

এরমধ্যে একহাজার কোটি টাকা রোববার বিটিআরসিকে দেয় গ্রামীণফোন। বিটিআরসির দাবি, তারা গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি টাকা পাবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রামীণফোন,বিটিআরসি,হাইকোর্ট,আপিল বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close