reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২০

বাড়তি ছাত্র ভর্তি

এবার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন আদালতের তলবে সুপ্রিম কোর্টে হাজির হলে তাদের উপস্থিতিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগে বুধবার একই কারণে সিটি ইউনিভার্সিটিকেও ১০ লাখ টাকা জরিমানা করে সর্বোচ্চ আদালত।

আদালত বলেছে, জরিমানার ওই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে হবে। সেই রশিদ দেখালে সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ৮৬ শিক্ষার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও এসএম কফিল উদ্দিন। আর শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশীক আল জলিল।

এসএম কফিল উদ্দিন পরে বলেন, জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না, বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেই তা পরিশোধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,ছাত্র ভর্তি,সাউথইস্ট ইউনিভার্সিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close