reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কায়সারের আপিলের রায়ের অপেক্ষা

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদনের ওপর রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। সে হিসেবে আজই জানা যাবে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে কিনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি নবম মামলা, যা চূড়ান্ত রায়ের পর্যায়ে আসলো। মঙ্গলবার রায় ঘোষণার জন্যে মামলাটি সুপ্রিম কোর্টের বেঞ্চের কার্যতালিকায় প্রথমেই রাখা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য তিনজন হলেন—বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানবতাবিরোধী অপরাধ,আপিল,রায়,সৈয়দ মোহাম্মদ কায়সার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close