reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ডিসেম্বর, ২০১৯

ভিপি নূরের নিরাপত্তা নিশ্চিতে আইনি নোটিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য একটি আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।স্বরাষ্ট্রসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও প্রক্টর বরাবর এ নোটিস দেওয়া হয়।

বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি পাঠান আইনজীবী মো. মনিরুজ্জামান। নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে নোটিসে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

নোটিসে আরো বলা হয়েছে, নুরুল হক নুরের ওপর এ নিয়ে সাতবারের মতো হামলা চালানো হয়েছে। অতীতের এসব ঘটনায় তদন্ত ও বিচার নিশ্চিত করা হয়নি।

এর আগে, গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরু ও তার সহযোগীদের ওপর হামলা চালান ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওই ঘটনায় আহত অন্তত ২৪ জনের মধ্যে ৯ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভিপি নূর,আইনি নোটিস,লিগ্যাল নোটিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close