reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৯

রিমান্ডে রুম্পার প্রেমিক

ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলার সন্দেহপ্রবণ আসামি সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সৈকতকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। আর ন্যায় বিচারের স্বার্থে রিমান্ডে পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার রাতে সৈকতকে আটক করে ডিবিতে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২২ বছর বয়সী সৈকত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ ক্লাসের ছাত্র। সৈকত স্বীকার করেছে, রুম্পা তার প্রেমিকা।

এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের একটি বাসার নিচে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করে। পরে জানা যায় তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিমান্ড,রুম্পা,সৈকত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close