reporterঅনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর, ২০১৯

এমপি লিটন হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

সাবেক এমপি আবদুল কাদের খানসহ সাত আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত

গাইবান্ধায় তিন বছর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি আবদুল কাদের খানসহ সাত আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে গুলিতে নিহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। মামলার প্রধান আসামি কাদের খানও ওই আসনের সাবেক সংসদ সদস্য।

হত্যার ঘটনায় অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা কাকুলী। তদন্ত শেষে কাদের খানসহ আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রের আসামিদের মধ্যে সুবল চন্দ্র রায় মামলার বিচার চলাকালেই কারাগারে অসুস্থ হয়ে মারা যান। আর চন্দন কুমার রায় নামে এক আসামি পলাতক রয়েছেন। কাদের খানসহ বাকি ছয় আসামি বৃহস্পতিবার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ মোট ৫৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করলো। একই ঘটনায় অস্ত্র মামলার রায়ে গত ১১ জুন আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অস্ত্র মামলায় পৃথক এক ধারায় তাকে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,এমপি লিটন হত্যা,গাইবান্ধা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close