reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৯

অডিট আপত্তি

গ্রামীণফোনকে ২০০০ কোটি টাকা দিতে হচ্ছে

গ্রামীণফোনকে অবিলম্বে ওই টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকার নিরীক্ষা দাবির নোটিসের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে গ্রামীণফোনকে অবিলম্বে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গ্রামীণফোন ওই টাকা দিতে ব্যর্থ হলে হাইকোর্টের স্থগিতাদেশও বাতিল হয়ে যাবে। তখন গ্রামীণফোনের বিরুদ্ধে যেকোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে বিটিআরসির আইনজীবী জানিয়েছেন।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

সর্বোচ্চ আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস, এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী।

আপিল বিভাগের আদেশের পর বিটিআরসির আইনজীবী রেজা-ই-রাকিব বলেন, আপিল বিভাগ বলেছে, দ্রুত ওই দুই হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীণফোনকে। তা না হলে হাইকোর্টের আদেশ ভ্যাকেট হয়ে যাবে। তখন যেকোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে বিটিআরসি। তবে গ্রামীণফোনের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী দাবি করেন, ওই দুই হাজার কোটি টাকা তাদের পরিশোধ করতে হবে তিন মাসের মধ্যে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিটিআরসি,গ্রামীণফোন,হাইকোর্ট,অডিট,আপিল বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close