reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০১৯

লতিফ সিদ্দিকীর মুক্তিতে বাধা নেই

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল রোববার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

ফলে হাইকোর্ট থেকে পাওয়া ছয় মাসের জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আইনজীবী মনসুরুল হক পরে গণমাধ্যমকে বলেন, লতিফ সিদ্দিকীর বয়স এবং অসুস্থতা বিবেচনায় আপিল বিভাগ দুদকের লিভ টু আপিলটি খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল। এখন তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবদুল লতিফ সিদ্দিকী,দুর্নীতি,জামিন,আপিল বিভাগ,দুদক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close