reporterঅনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর, ২০১৯

যুদ্ধাপরাধী আজহারের মৃত্যুদণ্ড বহাল

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজহারুলের করা আপিল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।

তিনটি অভিযোগে (২, ৩, ৪) ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বহাল রেখেছেন আপিল বিভাগ। আর ছয় নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ডের সাজা বহাল রাখা হয়েছে। পাঁচ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ডের সাজা থেকে আজহারুলকে খালাস দেওয়া হয়েছে।

আদালত থেকে বেরিয়ে আজহারুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামায়াত নেতা,আজহারুল ইসলাম,মৃত্যুদণ্ড,যুদ্ধাপরাধী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close