reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৯

শিশু ধর্ষণ-হত্যায় কুষ্টিয়ায় মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় এক বছর আগে শিশু সাবিহা ধর্ষণ ও হত্যাকাণ্ডে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আবু তালেব (৩৮) মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, মিরপুর উপজেলার মিঠন গ্রামের ভাষা আলীর সাত বছরের মেয়ে সাবিহা ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির আঙিনায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করার সময় নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি ধানক্ষেতের সেচ খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এ ঘটনায় জড়িত হিসেবে আবু তালেবকে চিহ্নিত করে গ্রেফতার করে। পরে ২০১৮ সালের ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচার কাজ শুরু করে আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিশু সাবিহা,ধর্ষণ ও হত্যা,মৃত্যুদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close