reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০১৯

জি কে শামীম আবারও রিমান্ডে

অবৈধ অস্ত্র ও মুদ্রা পাচারের মামলায় যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৯ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জ‌সিম এ রিমান্ড মঞ্জুর করেন।

অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় ইতোমধ্যে ১০ দিনের রিমান্ড শেষে এদিন জি কে শামীমকে আদাল‌তে হা‌জির ক‌রা হয়। এরপর অস্ত্র মামলায় আরও সাত দিন এবং মা‌নি লন্ডা‌রিং মামলায় ১০ দি‌নের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক অস্ত্র মামলায় চার দিন এবং মুদ্রা পাচার আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা চালিয়ে আসা শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানে গত ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে তার সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার করা হয়। গুলশানের নিকেতনে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ প্রায় দুই কোটি টাকা, দুইশ কোটি টাকার কাছাকাছি এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ জব্দ করে র‌্যাব।

ওই দিন শামীমকে আদালতে হাজির করে অস্ত্র ও মাদক মামলায় ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। দুই মামলায় পাঁচ দিন করে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জি কে শামীম,রিমান্ড,ক্যাসিনো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close