reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

সব আদালতের এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো শুরু

দেশের উচ্চ আদালতসহ সব অধস্তন আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে সারা দেশের প্রতিটি আদালতকক্ষ বা এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করে সুপ্রিম কোর্ট।

সরকারি তথ্যবিবরণীতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার জানিয়েছেন আদালতের ওই আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তারা।

এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৯ আগস্ট বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন। এ আদেশের পর গত ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নোটিশটি জারি করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপ্রিম কোর্ট,বঙ্গবন্ধুর প্রতিকৃতি,আদালত কক্ষ,এজলাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close