আদালত প্রতিবেদক

  ২৯ আগস্ট, ২০১৯

মানি লন্ডারিং মামলা

ডিআইজি মিজানের তদন্ত প্রতিবেদন পেছালো

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় কারাগারে থাকা বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিনে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। ফলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

ডিআইজি মিজানের পক্ষে তার আইনজীবী গত ২৪ জুলাই জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ৩১ জুলাই ধার্য করে দেন।

আসামি পক্ষে জামিন শুনানি করেন এহসানুল হক সমাজী। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন মোশাররফ হোসেন কাজল। উভয় পক্ষের শুনানি শেষে ৩১ জুলাই আদালত জামিন নামঞ্জুরের এ আদেশ দেন।

এর আগে ১ জুলাই হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেওয়া হয়। পরের দিন ডিআইজি মিজানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানি লন্ডারিং,অবৈধ সম্পদ অর্জন,ডিআইজি মিজান,তদন্ত প্রতিবেদন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close