reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০১৯

নুসরাত হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২০ জুন

সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদের আদালতে অভিযোগপত্রটি গৃহীত হয়।

এদিকে মামলার ২১ আসামির মধ্যে ৫ জনকে চার্জশিটভুক্ত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ১৬ জনের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে আগামী ২০ জুন চার্জ গঠন ও শুনানির আদেশ দেন বিচারক।

সোমবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রাফী হত্যা মামলার আসামিদের আনা হয়। মামলার শুনানিতে আসামীপক্ষের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, অ্যাডভোকেট বুলবুল আহম্মদ শফিক, অ্যাডভোকেট কামরুল হাসান ২১ আসামির জন্য জামিনের আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জনের জামিন নামঞ্জুর করেন এবং বাকি ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেন।

অপরদিকে সরকার পক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহম্মদ ২১ আসামির জামিন বিরোধীতা করেন। মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত ৫ আসামিরা হলেন কেফায়েত উল্যাহ জনি, নুর হোসেন ওরফে হোনা মিয়া, মো. আলা উদ্দিন, শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামলা,নুসরাত হত্যা,শুনানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close