reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৯

‘প্রাণ’ আমাদের গর্ব : হাইকোর্ট

হাইকোর্ট প্রাণ গ্রুপের প্রশংসা করেছেন। বাজারে চিহ্নিত মানহীন ৫২ পণ্য নিয়ে শুনানিতে আদালত বলেন, ‘প্রাণ তো অনেক বড় কোম্পানি। সিঙ্গাপুরে গিয়ে প্রাণের পণ্য দেখে অবাক হয়েছি। আমরা প্রাউড ফিল করি যে, প্রাণ আমাদের পণ্য, আমাদের গর্ব।’

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বৃহস্পতিবার শুনানির সময় প্রাণের প্রশংসার পাশাপাশি মানহীন পণ্য নিয়ে মন্তব্য করেন। প্রাণের পক্ষে এ সময় আদালতে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শিহাব উদ্দিন খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের পক্ষে আদালতে প্রতিবেদন তুলে ধরেন আইনজীবী মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান কচি।

বিএসটিআইয়ের পক্ষে শুনানি করেন সরকার এম আর হাসান মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। এছাড়া এসিআইয়ের পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, বাঘাবাড়ি ঘি’র পক্ষে মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সান চিপসের পক্ষে ব্যারিস্টার তানজীব-উল আলম শুনানি করেন।

প্রাণ কোম্পানির পক্ষে আইনজীবী এম কে রহমান শুনানিতে বলেন, ‘বিএসটিআই আমার তিনটি পণ্যের বিষয়ে আপত্তি করেছে। কিন্তু আমার সব পণ্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ওই তিনটি পণ্যের নির্ধারিত ব্যাচ বাদে সব ছাড় চাচ্ছি।’

আদালত বলেন, ‘প্রাণ তো অনেক বড় কোম্পানি। সিঙ্গাপুরে যেয়ে প্রাণ দেখে অবাক হয়ে গেলাম। প্রাণ আমাদের গর্ব। সেই প্রাণের পণ্য যদি আমাদের দেশে এ-রকম হয় তাহলে…।’

এ সময় এম কে রহমান বলেন, ‘বিশ্বের ১৪২টি দেশে প্রাণের পণ্য রফতানি হয়। আদালতের আদেশের পর গোটা বিশ্বে আমাদের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তা-ই তিনটি পণ্য বাদে বাকিগুলোর বিষয়ে আদেশের সংশোধন চাচ্ছি।’

আদালত জবাবে বলেন, ‘বিএসটিআই থেকে নতুন করে পুনঃপরীক্ষার প্রতিবেদন নিন। ছাড়পত্র পেলেই কেবল বাজারে ছাড়বেন।’

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএসটিআই,হাইকোর্ট,প্রাণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close