reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৯

মুক্তিযোদ্ধার আগে ‘ভুয়া’ শব্দ নয়

মুক্তিযোদ্ধাদের নামের আগে ভুয়া শব্দ ব্যবহার করলে তলব করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

আদালত বলেছে, কোনো ব্যক্তি জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন কিন্তু তিনি তো মুক্তিযোদ্ধা নন। এ ধরনের ব্যক্তির কারণে সকল মুক্তিযোদ্ধার অপমান করা যাবে না।

এ সংক্রান্ত এক রিট মামলার শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ অভিমত দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভুয়া,মুক্তিযোদ্ধা,হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close