reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৯

দুদকের আবেদন খারিজ

জাহালমের মামলা কার্যক্রম চলতে বাধা নেই

বিনা দোষে ৩ বছর জেল খাটা পাটকলশ্রমিক জাহালমের ক্ষতিপূরণ এবং দোষীদের চিহ্নিত করার বিষয়ে রুল শুনানিসহ সব কার্যক্রম স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

ফলে হাইকোর্টের দেওয়া স্বতঃপ্রণোদিত রুলের ওপর শুনানি চলতে বাধা নেই। যে বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়েছিলেন সেই বেঞ্চেই মামলাটির কার্যক্রম চলবে।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী অমিত দাশগুপ্ত।

এর আগে জাহালমের কারাভোগ নিয়ে গত ২৮ জানুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দিয়েছিলেন। এরপর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ সংক্রান্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুদক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত স্বতঃপ্রণোদিত রুল সংক্রান্ত মামলার কার্যক্রম স্থগিত করে দুদকের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহালম ঘটনা,আপিল বিভাগ,দুদক,আবেদন খারিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close