reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০১৯

বিস্ফোরক মামলা : ফরিদপুরে ২ জঙ্গির যাবজ্জীবন

ফরিদপুরে বিস্ফোরক আইনে মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেওয়া দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরো তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জেলার ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রমের নাহিদ মোল্লা (২২) ও সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা (৩৫)। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

ফরিদপুরের পিপি বাবু মৃধা মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ২৬ অগাস্ট নাহিদকে ভাঙ্গা বাজার এলাকা থেকে হাতবোমা ও উগ্র মতাদর্শের বইসহ গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ওই দিন রাতে সদরপুরের আলমনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফরিদ মৃধাকে। ফরিদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি পিস্তল, শুটার গান, চারটি গুলিভর্তি ম্যাগজিন, ১২টি হাত বোমা ও বোমা তৈরির সরমঞ্জাম।

তারা নিজেদের আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেন। টিমের প্রধান হলেন ফরিদ মৃধা। ফরিদ অস্ত্র চালানো ও শারীরিক প্রশিক্ষণ দিতেন। এ ঘটনায় ভাঙ্গা থানার এসআই গাজী সালাহউদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরক মামলা,ফরিদপুর,যাবজ্জীবন,জঙ্গি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close