reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০১৯

কৃষক হত্যায় হবিগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক তোতন মিয়া (৬৫) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সফর আলীর ছেলে মেশাহিদ, একই গ্রামের শামসুল হকের ছেলে মোহন মিয়া, একই উপজেলার বাঘহাটি গ্রামের গোলাম মওলার ছেলে জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের রহমান উল্লাহর ছেলে ওয়াহাব উল্লাহ, মধ্যপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে চান মিয়া ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মিরকা গ্রামের বিনন মিয়ার ছেলে দিলু মিয়া।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণাকালে মোশাহিদ ও জিয়াউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৩০ অক্টোবর উপজেলার খাগদাইর জলমহালে বাবুর্চির কাজ নেন নিহত তোতন মিয়া। পরদিন সকালে জলমহালের পাশে তোতন মিয়ার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় তোতন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে ১৫ নভেম্বর প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আজমিরীগঞ্জ থানার তৎকালীন ওসি শ্যামল কান্তি বড়ুয়াকে তদন্তের দায়িত্ব দেন। তিনি ২০০৬ সালের ১৯ মার্চ ২০ জনকে আসামি করেই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) সালেহ উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষক হত্যা,হবিগঞ্জ,যাবজ্জীবন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close