reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় সেনা সদস্যদের কমান্ডো অভিযানে নিহত যুবকসহ কয়েক জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের কর্মকর্তা দেবব্রত সরকার বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। বিমান নিরাপত্তা অপরাধ দমন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া।

পুলিশ জানায়, সোমবার রাতে মামলা এজাহার হিসেবে নেওয়া হয়েছে। মামলায় পলাশ আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামির তালিকায় রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বিমানটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ওই বিমানে সেনা সদস্যদের অভিযানে ছিনতাই চেষ্টা চালানো যুবক পলাশ আহমেদ নিহত হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান ছিনতাই,মামলা,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close