reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৯

২১ আগস্ট গ্রেনেড হামলা

সাজাপ্রাপ্ত সাবেক ২ ডিসি আত্মসমর্পণ করে কারাগারে

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় ২ বছর করে সাজাপ্রাপ্ত আসামি তৎকালীন ডিএমপির সাবেক ডিসি (পূর্ব) ওবায়দুর রহমান ও ডিএমপির সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে তারা জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার শুনানি শেষে আদালত খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমানের জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান। গত বছরের ১০ অক্টোবর ঘোষিত এই মামলার রায়ে তাদের দুই বছর করে সাজা হয়।

১০ অক্টোবর সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা,সাবেক ডিসি,কারাগার,সাজাপ্রাপ্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close