reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৮

সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন পুনর্বহাল না করা এবং দলটির প্রার্থীদের মনোনয়নপত্র আদালতের আদেশ না মেনে বাতিল করায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ইসির ৫ কমিশনার ও কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এতে ৪ সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ ৫ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ৬ ডিসেম্বর আদালতের আদেশ অমান্য করে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন পুনর্বহাল না করা এবং দলটির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করায় জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের একটি আইনি নোটিশ পাঠানো হয়।

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি, সেক্রেটারি এবং প্রার্থীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই নোটিশ প্রেরণ করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন,সিইসি,আদালত অবমাননার রুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close