reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০১৮

নাজমুল হুদার দলকে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার এ রায় দেয়।

এর আগে, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া প্রশ্নে গত ১৪ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন দলটির প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আমাতুল করিম।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, তৃণমূল বিএনপির নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছিল। ওই রুলের শুনানি শেষে আদালত রুলটি যথাযথ বলে ঘোষণা করে আজ রায় দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সহকারী সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। বিষয়টি নিয়ে রুলের শুনানিকালে আদালতের নির্দেশে অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র এডভোকেট এ এফ হাসান আরিফ, এডভোকেট এম কে রহমান ও ড. শাহদীন মালিক অংশ নিয়েছিলেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি, চালান জমা দেয়া হয়নিসহ তিনটি কারণ দেখিয়ে তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্তসম্বলিত একটি নোটিশ গত ১৪ জুন নির্বাচন কমিশন (ইসি) দলটিকে পাঠায়। ওই নোটিশটি চ্যালেঞ্চ করে রিট দায়ের করা হয়েছিল। পরে রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন কমিশন,হাইকোর্ট,নাজমুল হুদা,দল নিবন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close