reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০১৮

এতিমখানা দুর্নীতি : খালেদার সাজা বেড়ে ১০ বছর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বেগম জিয়াসহ তিন আসামির আপিল এবং সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি শেষে এই রায় দেয়।

রায়ের সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তবে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের কেউ আদালতে ছিলেন না।

রায়ের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ছিলেন এই মামলার মুখ্য আসামি। সেই গ্রাউন্ডে তার সাজা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে বেগম জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন। ফলে মামলায় সব আসামির সাজাই ১০ বছর হলো। আসামি পক্ষের যারা জামিনে ছিলেন তা বাতিল হয়ে গেল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,এতিমখানা দুর্নীতি,সাজা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close