reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০১৮

আমীর খসরু ১ দিনের রিমান্ডে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উস্কানির অভিযোগে চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফিউদ্দিনের আদালত এই আদেশ দেন।

তার আইনজীবী মফিজুল হক ভূইয়া বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ২ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নাশকতার উস্কানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলাটি করা হয়।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে আমীর খসরুর মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্র দলের কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই কথোপকথনে উস্কানি দেয়ার অভিযোগ এনে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

পরে গত ২১ অক্টোবর এ মামলায় জামিন বাতিল করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীক কারাগারে পাঠায় আদালত।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিমান্ড,আমীর খসরু,তথ্যপ্রযুক্তি আইনে মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close