রাজশাহী ব্যুরো

  ১৬ অক্টোবর, ২০১৮

এমপির বাড়িতে হামলা

বিএনপি’র ৫ নেতার দশ বছর কারাদণ্ড

দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মীকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু।

তিনি জানান, সশ্রম কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড। সেই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের বিএনপি নেতা সেতাউর রহমান, শরীফুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে টুটুল এবং ছাত্রদল নেতা মৃণাল হোসেন ও ইয়াসির আরাফত।

২০১৩ সালের ২ ডিসেম্বর দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাড়িতে হামলা হয়। কানসাটের পুকুরিয়া এলাকায় রাব্বানীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিএনপির কর্মীরা। একই সঙ্গে তার বড় ভাই আবু বক্কর সিদ্দিকীর বাড়িতেও আগুন দেয়া হয় এবং ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই ইসরাইল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর মামলাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এনামুল হক ও অ্যাডভোকেট কামরুল মনির।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমপি,বাড়ি,হামলা,বিএনপি,নেতা,কারাদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close