reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৮

খালাফ হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনের রিভিউয়ের আদেশ রোববার

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সাইফুল ইসলাম মামুনের রিভিউর শুনানি শেষ হয়েছে। আগামী রোববার এ বিষয়ে আদেশ দেবে আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার হামিদ।

২০১৭ সালের ১ নভেম্বর সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মামুনকে দেয়া হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এ ছাড়া আসামি আল আমিন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আসামি মামুন রিভিউ আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর রোডের ১৯/বি নম্বর বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,সাইফুল ইসলাম মামুন,খালাফ হত্যা,রিভিউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close