পটুয়াখালী প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

মাদক মামলায় তরুণের ৭ বছরের কারাদণ্ড

পটুয়াখালীতে মাদক বিরোধী মামলায় নেছার আহমেদ বাবু (৩০) নামে এক তরুণের সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

সরকার পক্ষের বিশেষ পিপি অ্যাড. কে বি এম আরিফুল হক টিটো জানান, ২০১৬ সালের ২১ মে র‌্যাব-৮ ক্যাম্পের ডিএডি মনির হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের পুরাতন বাজার আখড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে ১০০পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ চান মিয়ার ছেলে নেছার আহমেদ বাবুকে (৩০) আটক করে।

ওই ঘটনায় র‌্যাব বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই রেহানা আক্তার ওই বছরের ২০ জুন বাবুকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ দশ জনের সাক্ষী গ্রহন শেষে রোববার আসামীর অনুপস্থিতিতে হেরোইন মামলায় দুই বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ পিচ ইয়াবা মামলায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক মামলা,তরুণ,কারাদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close