মেহেরপুর প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

মেহেরপুরে অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

মেহেরপুরে একটি অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে উভয়েরই ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শ্যামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম ও নিজাম উদ্দীনের ছেলে শাহজাহান আলী। রায় ঘোষনার সময় জামিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং শাজাহান আলী পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১২ মার্চ সদর উপজেলার শ্যামপুর গ্রামের দয়াল নবীর মেয়ে রিমা খাতুনকে আসামিরা অপহরণ করে। এ ঘটনায় দয়াল নবী বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে খন্দকার একরামুল হক হীরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেহেরপুর,অপহরণ মামলা,যাবজ্জীবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close