reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

মুক্তি পেলেন মোজাম্মেল

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অবশেষে জামিনে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির ওই মামলায় গত ১১ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পান মোজাম্মেল হক। কিন্তু এর মধ্যে কাফরুল থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আজ বিকেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন খারিজ করে দেন আদালত। তাই সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি।

গত ৪ সেপ্টেম্বর পরিবহন শ্রমিক মো. দুলাল বাদী হয়ে করা একটি চাঁদাবাজির মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এর পর মামলার বাদী দুলাল জানান, তিনি আসামিকে (মোজাম্মেল হক চৌধুরী) চেনেনই না। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মিরপুর শাখার সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টাইপ করা একটি সাদা কাগজে নতুন একটি প্রতিষ্ঠান বানানোর কথা বলে তার স্বাক্ষর নিয়েছিলেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুক্তি পেলেন,মোজাম্মেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close