গাজীপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

গাজীপুরে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

গাজীপুরে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের মামলায় কাজল বর্মণ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কাজল বর্মণ পলাতক রয়েছেন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব উত্তরপাড়া এলাকার জ্ঞান মোহন বর্মনের ছেলে।

আদালত এবং এজাহার সূত্রে জানা গেছে, হাতিয়াব উত্তরপাড়া এলাকার ১৪ বছর বয়সী ভিকটিম ১৯৯৯ সালের ৩১ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা আসামি কাজল বর্মণ ভিকটিমকে ছুরির ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ওই বছরের ২ এপ্রিল জয়দেবপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে কাজল বর্মণকে আসামি করে অভিযোগপত্র দাখিল করলে ২০১১ সালের ২১ মার্চ চার্জ গঠন হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালত আসামি কাজল বর্মণকে ১৯৯৫/৬(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,ধর্ষণ,যাবজ্জীবন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close