reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৮

জামিন পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোজাম্মেল হক চৌধুরীর আইনজীবী জায়েদুর রহমান।

উল্লেখ্য, দুলাল নামের এক ব্যক্তি ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা করেন।

গত ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৮ সেপ্টেম্বর মোজাম্মেল হকের ফের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে কাফরুল থানার বিস্ফোরক আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ১৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব,জামিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close