reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৮

হাতিরঝিলের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের লে-আউট প্লান বহির্ভূত স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাতিরঝিল,অবৈধ স্থাপনা,হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close