রাজশাহী ব্যুরো

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

রাসিক নির্বাচনের ফল বাতিল চেয়ে বুলবুলের মামলা

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে তিনি এ মামলা করেন।

মামলায় নির্বাচনে নানা অসঙ্গতি, ক্ষমতাসীনদের কেন্দ্র দখল, নির্ধারিত সময়ের আগেই মেয়র পদের ব্যালট শেষ হয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জনগনের মৌলিক অধিকার নেই। যখন মিডিয়ার মুখ বন্ধ, তখন মামলা না করে উপায় নেই।’

তিনি বলেন, তার পক্ষে আইনজীবী আবুল কাশেম ট্রাইব্যুনালে মামলার কাগজপত্র দাখিল করেছেন। শুনানিতে আবুল কাশেম ছাড়াও আরও চারজন আইনজীবী অংশ নেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাজশাহী সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। আর বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট। মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন গত বুধবার মেয়র হিসেবে শপথ নিয়েছেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাসিক নির্বাচন,ফল বাতিল,বুলবুল,মামলা,রাজশাহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close