reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়ক আন্দোলন : জামিন পেলেন ৪২ শিক্ষার্থী

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর ৯টি থানার ১২ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। আজ রোববার ঢাকা মহানগরের ভিন্ন ভিন্ন হাকিম আদালতের বিচারক এ জামিন দেন।

পরে সন্ধ্যায় এদের মধ্যে ৯ শিক্ষার্থী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কাল সোমবার আরো ১৩ শিক্ষার্থী মুক্তি পাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেলার জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটারা থানার জামিনপ্রাপ্ত ৬ শিক্ষার্থী হলেন সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, মেহেদী হাছান, ফয়েজ আহমেদ। বাড্ডা থানার জামিনপ্রাপ্ত ১২ শিক্ষার্থী হলেন নূর মোহম্মদ, আজিজুল হক, মো. হাছান, দোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালেদ রেজা, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, ইফতেখার আহমেদ ও জাহিদুল হক।

ধানমন্ডি থানার জামিনপ্রাপ্ত ৯ শিক্ষার্থী হলেন সোহাদ খান, মাসরিকুল ইসলাম, তমাল সামাদ, মাহমুদুর রহমান, ওমর সিয়াম, মাহাবুবুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান ও মিনহাজুল ইসলাম। উত্তরা পশ্চিম থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন মাহবুব খান রবিন, তোফায়েল ও আশিক। কোতোয়ালি থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন মেহেদী, জাহিদুল ও দুলাল।

নিউমার্কেট থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন আজিজুর, আমিন ও নূর আলম। শাহবাগ থানার জামিনপ্রাপ্ত ২ শিক্ষার্থী হলেন আবু বকর সিদ্দিক, রিয়াজুল হক উলু হাজী। পল্টন থানার জামিন প্রাপ্ত একজন শিক্ষার্থী হলেন সাইফুল ওয়াদুদ। রমনা থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন আরমানুল হক, খাইরুল আলম দিপু ও দাইয়ান নাফিজ প্রধান।

এর আগে রোববার সকালে বাড্ডা থানার ১০ জন শিক্ষার্থী এবং ভাটারা থানার ৬ জন শিক্ষার্থীর জামিন দেন ঢাকা মহানগর হাকিম আদালত। এর মধ্যে ইফতেখার আহমেদ নামের এক শিক্ষার্থীর জামিন দেন সিএমএম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু। এরপর একে একে ভিন্ন ভিন্ন থানার মামলায় অন্য বিচারকরা বাকি শিক্ষার্থীদের জামিন দিয়েছেন।

সূত্র জানায়, বাড্ডা ও ভাটারা থানার ২২ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন জামিন হলেও আরো ৪ জন কারাগারে আছেন। এছাড়া আরো বিভিন্ন থানায় কিছু শিক্ষার্থীরা আটক আছে বলেও জানা গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামিন,নিরাপদ সড়ক আন্দোলন,ছাত্র আন্দোলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close