reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৮

জিয়া অরফানেজ মামলা

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট। তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এ নিয়ে চতুর্থবার বাড়লো তার জামিনের মেয়াদ।

গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

এই মামলায় পরে খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার থাকায় মুক্তি পাননি। এখন সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল শুনানিকালে এই জামিনের মেয়াদ বাড়ানো হলো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,জামিন,জিয়া অরফানেজ মামলা,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close