reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৮

ঈদে বিনা টিকিটে রেলে ভ্রমণ : ৬০০ যাত্রীর জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ঘরমুখো মানুষদের বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৬০০ ট্রেন যাত্রীর নিকট হতে ভাড়াসহ জরিমানা ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশি বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত ঈশ্বরদী জংশন ষ্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ৬টি আন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। গতকাল রবিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযান চালানো যাত্রীবাহী ট্রেনগুলো হলো- রাজশাহী-খুলনা-রাজশাহী (৭৬২-৭৬১) আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাটগামী ৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী ৭১৫ নং আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, রহনপুর-ঈশ্বরদী-রহনপুরগামী ৫৭/৫৮ ও ৭৭/ ৭৮ কমিউটার এক্সপ্রেস, খুলনা-চিলাহাটিগামী ৭২৭ নং রুপসা এক্সপ্রেস ও খুলনা-ঢাকাগামী ৭৬৩ নং চিত্রা এক্সপ্রেস। পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদী জংশন ষ্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ৬টি আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ট্রেনে চড়া যাত্রীদের কাছ হতে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়। তিনি জানান, এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ছয়টি ট্রেনের ৬০০ যাত্রীর নিকট হতে ভাড়া ৭০ হাজার ও ৪৫ হাজার টাকা জরিমানাসহ আদায় করা হয়েছে। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেলে ভ্রমণ,জরিমানা,ঈদ,টিকিট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist