reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মে, ২০১৮

১৮ অতিরিক্ত বিচারক নিয়োগ

হাইকোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য তাদের এ নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারকেরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, শশাংক শেখর সরকার, এস এম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজউদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল ও কে এম হাফিজুল আলম।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অতিরিক্ত বিচারক,নিয়োগ,হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist