reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০১৮

এক মামলায় জামিন, অন্য মামলায় ২ দিনের রিমান্ডে

সংসদ সদস্য আমানুর রহমান রানা

ঘাটাইল জিবিজি কলেজছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যার চেষ্টা মামলার টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানার জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি আশোক কুমার সিংহ জানান, বেলা সাড়ে ১১টায় এমপি আমানুর রহমান খান রানাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইল আদালতে আনা হয়। গত ৩ মে এ মামলায় এমপি রানাকে গ্রেফতারে জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামছুল ইসলাম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে রানা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে দুই যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমানুরকে গত বুধবার গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। পরে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ আমানুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

সকালে আদালতে আমানুরের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুম বিকেলে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী আবু সাঈদকে কুপিয়ে গুরুতর আহত করে। এ হামলায় আবু সাঈদ পঙ্গু হয়ে যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসামি আবদুল জব্বার বাবু ঘটনার সঙ্গে রানার জড়িত থাকার কথা স্বীকার করে ২০১৬ সালের ২০ ডিসেম্বর আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে আবদুল জব্বার জানান, এমপি রানা কারাগারে থেকে আবু সাঈদকে কিছু করার নির্দেশ দেন। তার নির্দেশ মতোই হত্যার উদ্দেশে সাঈদের ওপর হামলা করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমিপ রানা,জামিন,রিমা্ন্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist