reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০১৮

আবেদন দেরিতে কেন : ইসিকে আপিল বিভাগ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে দুই মেয়র প্রার্থীর করা আবেদনের শুনানির দিন পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে ইসির কৌসুলি ওবায়দুর রহমান মোস্তফা জানান, আজই নির্বাচন স্থগিতের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিল বিভাগে আবেদন করবে। এ কারণে একসঙ্গে আবেদনগুলো শুনানির জন্য আর্জি জানান। তিনি আদালতকে বলেন, গতকাল মঙ্গলবার পাওয়ার পেয়েছি। আজ বুধবার আবেদন দাখিল করব। কাল তিনটি আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দিন।

এ পর্যায়ে আদালত বলেন, অন্যরা চলে এসেছে। আপনারা বিলম্ব করেছেন কেন? এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ কাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি,আপিল বিভাগ,গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist