reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০১৮

আটকে গেল এমপিপুত্র রনির জোড়া খুনের রায়

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় আটকে গেছে। মঙ্গলবার রায় ঘোষণার তারিখ ধার্য থাকলেও তা হচ্ছে না। এ মামলার আসামি সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুনের আদালতে রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক মনে করছেন, রনি দোষী কিনা—সে সিদ্ধান্ত দেওয়ার আগে অধিকতর যুক্তিতর্কের প্রয়োজন। এজন্য বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলার বিষয়ে অধিকতর যুক্ততর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করবেন। তবে এখন পর্যন্ত পরবর্তী তারিখ জানা যায়নি।

২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে রনি নেশাগ্রস্থ অবস্থায় নিউ ইস্কাটনে গাড়ি থেকে পিস্তল দিয়ে গুলি ছোড়েন। এতে এক রিকশাচালক আবদুল হাকিম এবং অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। পরে ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। পরে এ ঘটনায় হাকিমের মা বাদী হয়ে রমনা থানায় এমপিপুত্র রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৮ মে তারিখ ঠিক করেন আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জোড়া খুন,এমপিপুত্র রনি,মহানগর দায়রা জজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist