reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৮

মানবতাবিরোধী অপরাধ : যশোরের ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন তুলে ধরা হয়। এটি তদন্ত সংস্থার ৬৩তম প্রতিবেদন। এ মামলায় ৫ জনের মধ্যে গ্রেফতার মো. আমজাদ হোসেন (৭৭)। সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, সিনিয়র কর্মকর্তা সানাউল হক এবং এ মামলার তদন্ত কারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন। কাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রসিকিউশন বরাবর দাখিল করা হবে বলে জানিয়ে আব্দুল হান্নান খান জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। যশোর জেলার বাঘারপাড়া থানার প্রেমচারার আমজাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। ৫ আসামির মধ্যে গ্রেফতার আছে একজন। বাকিরা এখনও পলাতক। গ্রেফতারের স্বার্থে আটক আসামি আমজাদ ছাড়া পলাতকদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক। প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে আজ ১৬ এপ্রিল শেষ হয়। এতে সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিবেদন প্রকাশ,মানবতাবিরোধী অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist