reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

৯৬-এর শেয়ার কেলেঙ্কারি : খালাস ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

১৯৯৬ সালের আলোচিত শেয়ার কেলেঙ্কারির দুটি মামলার দুই কোম্পানির ৮ জনকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

৮ জনের খালাসের রায়ের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. রইস উদ্দিন মঙ্গলবার এ আদেশ দেন। আত্মসমর্পণের পর তাদের জামিন বিবেচনা করতে বলেছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভাণ্ডারী উপস্থিত ছিলেন। তিনি বলেন, পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল পহেলা ফেব্রুয়ারি দুই কোম্পানি এবং তাদের আটজনকে খালাস দেন। আদালত নথি এবং সাক্ষ্য প্রমাণ যথাযথ বিচার বিশ্লেষণ করে এ রায় দেননি। তাই বিএসইসির আপিলে মামলার রায় বাতিল চাওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেয়ার কেলেঙ্কারি,হাইকোর্ট,আত্মসমর্পণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist