reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০১৮

সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল

‘খালেদার মামলা নিয়ে রাজনীতি করে সফল হবেন না’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার মামলা নিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছেন তারা নিশ্চয়ই সফল হবে না। কারণ, এখানে কোনো রাজনীতির বিষয় না। এটা সাধারণ অপরাধের বিষয়। সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের রায়ের ওপর নির্ভর করবে সে নির্বাচন করতে পারবে কিনা। আদালত আপিল শুনানির জন্য ৮ মে নির্ধারণ করেছেন। এ আদেশের প্রেক্ষিতে খালেদা জিয়াকে আর এখন মুক্তি পাওয়া সম্ভব হবে না। তাকে কারাভোগ করতে হবে।

আদেশকে নজিরবিহীন উল্লেখ করেছেন বেগম জিয়ার আইনজীবীরা—এ বিষয়ে মাহবুবে আলম বলেন, এ ধরনের বক্তব্য নিশ্চয়ই খুব একটি ভালো উচ্চারণ না। জিনিসটাকে রাজনীতিকরণের জন্য তারা চেষ্টা করছে। এখানে খালেদা জিয়াকে সমস্ত রকম সুবিধা দিয়ে আদালত এ দণ্ড প্রদান করেছেন। দণ্ড প্রদানের ক্ষেত্রে আদালত যে কতখানি মহানুভবতার পরিচয় দিয়েছেন, ন্যায়-নিষ্ঠার পরিচয় দিয়েছেন সেটি প্রমাণ পায় তার সামাজিক মর্যাদা ও বয়স বিবেচনায় নিয়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া। যদিও অন্যদের ১০ বছর দিয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাটর্নি জেনারেল,মাহবুবে আলম,খালেদার মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist